Pygmalion Effect কী? কিভাবে আমাদের ধারণা বাস্তবে রুপান্তরিত হয়।

আমরা যখন কোনো মানুষকে দেখি তখন তাদের সম্পর্কে আমাদের মনে একটা ধারণার তৈরী হয়। ধারনাটি ইতিবাচক অথবা নেতিবাচক দুটোই হতে পারে। সেই ধারণাটাই বেশিরভাগ সময় বাস্তব হয়। তবে সেই ধারণা বাস্তব হওয়ার পেছনে আপনার চিন্তা অনেকটাই দায়ী এটাই আসলে পিগম্যালিওন ইফেক্ট।

Continue reading “Pygmalion Effect কী? কিভাবে আমাদের ধারণা বাস্তবে রুপান্তরিত হয়।”

What Is Recursion?

রিকারসন হচ্ছে এমন একটা ফাংশন যেটা নিজেকেই নিজে কল করে। মানে ফাংশনের ভেতরেও আবার ওই ফাংশন কল করা হয় (আমি ধরে নিচ্ছি যারা এইটা পড়ছো তা ফাংশন আর ফাংশন কল কি তা জানো।) । ফাংশন আর রিকারসনের মধ্যে একটা পার্থক্য দেখালে রিকারসন কি তা বুঝতে একটু সুবিধা হবে।

Continue reading “What Is Recursion?”

প্রোগ্রামিং এ কেমনে কি?

প্রোগ্রামিং শুরু করার আগে ও পরে আমাদের মধ্যে যে প্রশ্নগুলা আসে সেগুলা হলো প্রোগ্রামিং জিনিসটা কি? কোন ল্যাংগুয়েজ দিয়ে শুরু করবো?আমি যে এই ল্যাংগুয়েজ শিখতেছি এটা দিয়ে কি হবে? হ্যান ত্যান । আস্তে আস্তে আসা যাক । প্রথমে প্রোগ্রামিং কি জিনিস? প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে একটা প্রক্রিয়া যার মধ্যমে আমরা কম্পিউটারকে কিছু করতে বলি । এখন কম্পিউটার তো আর মানুষের মুখের হাবিজাবি ভাষা বুঝবে না তারা বুঝবে তাদের ভাষা তাদের ভাষাই হচ্ছে কোড(হাবিজাবি লেখা) । এখন মানুষ যেমন অনেক ভাষায় কথা বলে কম্পিউটারও অনেক ভাষা বুঝে যেমনঃ সি, সি++, জাভা, পাইথন, রুবি ইত্যাদি ইত্যাদি ।

Continue reading “প্রোগ্রামিং এ কেমনে কি?”

আজব তো – ১। আমাদের দৃষ্টিভঙ্গি

আপনারা যারা এটা পড়ছেন তারা নিশ্চয়ই মোবাইল / পিসি ব্যবহার করছেন । যদি পিসি ব্যবহার করে থাকেন(মোবাইল হলে কল্পনা করতে পারেন সমস্যা নাই) তাহলে এখনি Continue reading “আজব তো – ১। আমাদের দৃষ্টিভঙ্গি”

Tower of Hanoi | হানয়ের টাওয়ার

হানয়ের টাওয়ার মূলত এক ধরনের ব্রেইন গেইম । এই গেইমে তিনটি দন্ড থাকে যাদের মধ্যে প্রথম দন্ডকে fromPole দ্বিতীয় দন্ডকে withPole এবং তৃতীয় দন্ডকে toPole বলে । Continue reading “Tower of Hanoi | হানয়ের টাওয়ার”